জুয়াড়ি
এস, এম, আব্দুর রউফ
রচনাকাল (২০০৯-১০)
বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও শাহাজাদা চাকরি বা অন্য কোনো কর্মের চেষ্টা করে না। গ্রামের খয়িষ্ণু এক সৈয়দ পরিবারের ছোট ছেলে, জুয়া নেশায় আসক্ত শাহাজাদা মামার বাড়িতে বেড়াতে আসা আলেয়া নামের এক সুন্দরীর প্রেমে পড়ে। ইডেন কলেজের ছাত্রী আলেয়া ঢাকায় ফিরে গেলে আলেয়ার বাবা তার বিয়ে অনত্র্য ঠিক করে। খবর পেয়ে শাহাজাদা বন্ধু কবীরকে নিয়ে ঢাকায় গিয়ে আলেয়ার বাবাকে এ বিয়ে বন্ধ করতে অনুরোধ করলে তিনি রাজী হন না। আলেয়ার বাড়ি থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহাজাদা গুরম্নতর আহত হয়ে জ্ঞান হারায়। বিজলী নামে এক সুন্দরী শাহাজাদাকে উদ্ধার করে। তার চেষ্টা আর সেবা যত্নে শাহাজাদা সুস্থ হলে বিজলী তাকে প্রেম নিবেদন করে। কিন্তু বিজলী এক কল-গার্ল! শাহাজাদার কাছে তার পরিচয় এক দুশ্চরিত্রা পতিতার চেয়ে বেশি কিছু নয়।
শাহাজাদা আলেয়াকে ভালোবাসে,তাকে সে পেতে...