এই ব্লগ এবং লেখা সম্পর্কে আপনার যে কোন মতামত আপনি লেখককে মেইল ​​করে অথবা ফোন করে জানাতে পারেন. ই - মেইল ঠিকানা shaabdurrouf@gmail.com মোবাইলঃ +8801558313605 +8801911726884 এই নাম্বারে ।

জুয়াড়ি

জুয়াড়ি এস, এম, আব্দুর রউফ রচনাকাল (২০০৯-১০) বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও শাহাজাদা চাকরি বা অন্য কোনো কর্মের চেষ্টা করে না। গ্রামের খয়িষ্ণু এক সৈয়দ পরিবারের ছোট ছেলে, জুয়া নেশায় আসক্ত শাহাজাদা মামার বাড়িতে বেড়াতে আসা আলেয়া নামের এক সুন্দরীর প্রেমে পড়ে। ইডেন কলেজের ছাত্রী আলেয়া ঢাকায় ফিরে গেলে আলেয়ার বাবা তার বিয়ে অনত্র্য ঠিক করে। খবর পেয়ে শাহাজাদা বন্ধু কবীরকে নিয়ে ঢাকায় গিয়ে আলেয়ার বাবাকে এ বিয়ে বন্ধ করতে অনুরোধ করলে তিনি রাজী হন না। আলেয়ার বাড়ি থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শাহাজাদা গুরম্নতর আহত হয়ে জ্ঞান হারায়। বিজলী নামে এক সুন্দরী শাহাজাদাকে উদ্ধার করে। তার চেষ্টা আর সেবা যত্নে শাহাজাদা সুস্থ হলে বিজলী তাকে প্রেম নিবেদন করে। কিন্তু বিজলী এক কল-গার্ল! শাহাজাদার কাছে তার পরিচয় এক দুশ্চরিত্রা পতিতার চেয়ে বেশি কিছু নয়। শাহাজাদা আলেয়াকে ভালোবাসে,তাকে সে পেতে...

এ যুগের সোনাভান --

রচনাকাল (২০০৮)                                                (প্রথম সংস্করণ)      অসৎ পথে কোটি কোটি টাকা উপার্জন করেও ট্রেজারি অফিসার তরফ হাওলাদার বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে  আজ জীবনের অর্থ খুঁজে পেল! তরফ আজ উপলব্ধি করতে পেরেছে জীবন কোনো ঘাটে বাঁধা তরী নয় যাতে যাত্রীরা পারপার করবে। জীবন কোনো আকাশের তারা নয় যে তা দূর আকাশে শুধু মিটমিট করে জ্বলবে। জীবন কোনো কাব্য নয় যে, অজানা সৌরভ ছড়াবে। এই পৃথিবীর ধুলোমাটিতে লুটোপুটি খাওয়া, ধুলোমাটির সুঃখ-দুঃখকে আপন করে নিয়ে তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়টাই জীবন।তরফের স্ত্রী সোনাভান রংপুর...

এ যুগের সোনাভান -- প্রথম পর্ব

প্রথম পর্ব   এক   গঙ্গাচরা থানার মাছমারা গ্রামের ছেলে তরফ হাওলাদার রংপুর শহরে রহমত সর্দারের বাড়িতে থেকে তার মেয়ে সোনাভানকে পড়ায়। সোনাভান ক্লাশ সেভেনে পড়ে। দেখতে দেখতে তরফ আইএ, বিএ পাশ করল। সোনাভান মেট্রিক পরীক্ষা দিয়েছে। দীর্ঘ পাঁচ বছর তরফ সোনাভানের বাড়িতে থেকে ওকে পড়িয়েছে।   তাদের মাঝে প্রেম ভালোবাসা হওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু তা হয়নি। এ এক আশ্চর্য ঘটনা। তরফ গ্রামের গরিব চাষীর ছেলে। ওর মাঝে আবেগ আছে,আছে ভালোলাগা ভালোবাসার অনুভূতি। এমন বয়সে ছেলেরা মেয়েদেরকে প্রেম নিবেদন করে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর একসাথে থেকেও তরফ কোনদিন সোনাভানকে প্রেম নিবেদন করেনি।...

জুয়াড়ি - প্রথম পর্ব - এক

জুয়াড়ি এস, এম, আব্দুর রউফপ্রথম পর্ব এক শাহাজাদা টেক্কাটা চিরতনের সাহেবটার উপর রাখল। হান্নান হরতনের সাহেবটা টেক্কাটার উপর রাখল। শাহাজাদা ইস্কাবনের টেক্কাটা বের করে সাহেবটার উপর রাখল। পাকা জুয়াড়ি হান্নান টেক্কা দু'টোকে পাত্তা না দিয়ে ইশকাপনের সাহেবটা টেক্কার উপর চেপে ধরল। সাহেবটার দিকে না তাকিয়ে শাহাজাদা হরতনের টেক্কাটা বের করে বোর্ডে ফেলে টাকাগুলো সব টেনে নিল। শুধু হান্নান না, উপস্থিত অন্য আর সবাই হতভম্ব! এমনটা সাধারণত ঘটে না। অনেক বড় জুয়াড়িও এভাবে তাশ সাফল করতে পারে না। মাত্র তিন বছরে শাহাজাদা কি করে হাতটা এমন পাকালো? হান্নান কিছু বুঝতে পারে না। " তাসটা আমি নিজে ভালো করে কেটে দিলাম? তিন চারবার উলোট-পালোট করে কেটে দিলাম? তারপরও কি করে এটা হল? " এসব প্রশ্নের উত্তর এখন কারো কাছে নেই, কারো করার কিছু নেই।...

Page 1 of 6123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites